Aamar Je aase Kaachhe (আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে) - Rabindra Sangeet |
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেন এই কথাটি বাজে মনের সুরে-
তুমি আমার কাছে এসেছ॥
কভু মধুর রসে ভরে হৃদয়খানি,
কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবু নিত্য যেন এই কথাটি জানি-
তুমি স্নেহের হাসি হেসেছ ॥
ওগাে কভু সুখের কভু দুখের দোলে
মাের জীবন জুড়ে কত তুফান তোলে,
যেন চিত্ত আমার এই কথা না ভােলে-
তুমি আমায় ভালােবেসেছ।
যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে
যবে পরিচিতের কোল হতে সে কাড়ে,
যেন জানি গাে সেই অজানা পারাবারে
এক তরীতে তুমিও ভেসেছ॥
Aamar Je aase Kaachhe (আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে) - Rabindra Sangeet