Aamar Mon Maane Naa (আমার মন মানে না দিনরজনী) - Rabindra Sangeet |
আমার মন মানে না দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।
ওগাে, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি-
ওগাে সজনি ॥
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী-
কেন না জানি ॥
ওগাে, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগাে, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতাে জড়ায়ে ধরিছে গলে-
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে
দিব নিছনি ॥
Aamar Mon Maane Naa (আমার মন মানে না দিনরজনী) - Rabindra Sangeet