![]() |
| Bnodhu Michhe Raag (বঁধু মিছে রাগ কোরাে না কোরো না) - Rabindra Sangeet |
বঁধু, মিছে রাগ কোরাে না, কোরো না।
মম।মন বুঝে দেখাে মনে মনে - মনে রেখাে, কোরাে করুণা।।
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি -
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই - সে আমার নহে ছলনা।।
দিনেকের দেখা, তিলেকের সুখ,
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভ'রে চিরজনমের বেদনা।
তারি মাঝে কেন এত সাধাসাধি,
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি -
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা ॥
Bnodhu Michhe Raag (বঁধু মিছে রাগ কোরাে না কোরো না) - Rabindra Sangeet
Bnodhu Michhe Raag (বঁধু মিছে রাগ কোরাে না কোরো না) - Rabindra Sangeet
