![]() |
Boli O Golap Baala (বলি ,ও আমার গােলাপ-বালা) - Rabindra Sangeet |
বলি ,ও আমার গােলাপ-বালা, বলি, ও আমার গােলাপ-বালা-
তােলাে মুখানি, তােলাে মুখানি কুসুমকুঞ্জ করাে আলা
বলি,কিসের শরম এত!সখী, কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্বালারা সবে ঘুমায় জগৎ যত।
বলিতে মনের কথা,সখী, এমন সময় কোথা।
প্রিয়ে, তােলাে মুখানি, আছে গাে আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে,সখী, কহিব তােমার কানে-
প্রিয়ে, স্বপনের মতাে সে কথা আসিয়ে পশিবে তােমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও- গােপনএকটি চুম্বন দাও ৷।