![]() |
Chalo Niyom-Mate (চলাে নিয়ম-মতে) - Rabindra Sangeet |
দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়াে নাকো!
চলাে সমান পথে।
'হেরাে অরণ্য ওই, হােথা শৃঙ্খলা কই-
পাগল ঝর্নাগুলাে দক্ষিণপর্বতে।
ও দিক চেয়াে না, চেয়াে না- যেয়াে না, যেয়াে না।
চলাে সমান পথে ৷।