![]() |
Charano Dhorite Diyo Go (চরণ ধরিতে দিয়াে গাে আমারে নিয়ো না নিয়াে না সরায়ে) - Rabindra Sangeet |
চরণ ধরিতে দিয়াে গাে আমারে, নিয়ো না, নিয়াে না সরায়ে-
জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে ||
স্থালিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর-
নিজ হাতে তুমি গেঁথে নিয়াে হার, ফেলাে না আমারে ছড়ায়ে।।
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া।
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তােমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে-
তােমারি করিয়া নিয়াে গাে আমারে বরণের মালা পরায়ে ||
Charano Dhorite Diyo Go (চরণ ধরিতে দিয়াে গাে আমারে নিয়ো না নিয়াে না সরায়ে) - Rabindra Sangeet
Charano Dhorite Diyo Go (চরণ ধরিতে দিয়াে গাে আমারে নিয়ো না নিয়াে না সরায়ে) - Rabindra Sangeet