![]() |
Chitto Aamar Haaralo (চিত্ত আমার হারালাে আজ মেঘের মাঝখানে) - Rabindra Sangeet |
চিত্ত আমার হারালাে আজ মেঘের মাঝখানে-
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে ৷।
বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে,
বুকের মাঝে বক্র বাজে কী মহাতানে ।।
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে
জড়ালাে রে অঙ্গ আমার, ছড়ালাে প্রাণে।
পাগল হাওয়া নৃত্যে মাতি হল আমার সাথের সাথি-
অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে ৷।
Chitto Aamar Haaralo (চিত্ত আমার হারালাে আজ মেঘের মাঝখানে) - Rabindra Sangeet
Chitto Aamar Haaralo (চিত্ত আমার হারালাে আজ মেঘের মাঝখানে) - Rabindra Sangeet