![]() |
| Choli Go Choli Go (চলি গাে চলি গাে যাই গাে চলে) - Rabindra Sangeet |
চলি গাে, চলি গাে, যাই গাে চলে।
পথের প্রদীপ জ্বলে গাে গগন-তলে ||
বাজিয়ে চলি পথের বাঁশি, ছড়িয়ে চলি চলার হাসি,
রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে ॥
পথিক ভুবন ভালােবাসে পথিকজনে রে।
এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।
চলার পথের আগে আগে ঋতুর ঋতুর সােহাগ জাগে,
