Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet |
দিন তাে চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া।
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধমে ৷।
Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet
Din To Choli Gelo (দিন তাে চলি গেল প্রভু বৃথা- কাতরে কাঁদে হিয়া) - Rabindra Sangeet