Diner Sheshe Ghumer Deshe (দিনের শেষে ঘুমের দেশে ঘােমটা-পরা ওই ছায়া) - Rabindra Sangeet

Diner Sheshe Ghumer Deshe (দিনের শেষে ঘুমের দেশে ঘােমটা-পরা ওই ছায়া) - Rabindra Sangeet
Diner Sheshe Ghumer Deshe (দিনের শেষে ঘুমের দেশে ঘােমটা-পরা ওই ছায়া) - Rabindra Sangeet

দিনের শেষে ঘুমের দেশে ঘােমটা-পরা ওই ছায়া
ভুলালাে রে ভুলালাে মাের প্রাণ।
ও পারেতে সােনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানাে গান।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া-
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
সাঁঝের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা
একটি-দুটি যায় যা তরী ভেসে।
কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোনখানা
আমার ঘাটে ছিল আমার দেশে।
অস্তাচলের তীরের তলে ঘনে গাছের কোল ঘেঁষে
ছায়া যেন ছায়ার মত যায়,
ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন নায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
ঘরেই যারা যাবার তারা কখন্ গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে;
ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইকো আর, ফসল যার ফলল না-
চোখের জল ফেলতে হাসি পায়-
দিনের আলাে যার ফুরালাে, সাঁঝের আলাে জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts