Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet |
দাঁড়াও, কোথা চলাে, তােমরা কে বলাে বলাে।।
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি-
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে।
ঘাটে বসে হােথা ও কে ।।
সাথী মােদের ও যে নেয়ে-
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মােদের ও যে নেয়ে -
ওগাে প্রহরী,বাধা দিয়াে না, বাধা দিয়ো না,
মিনতি করি, ওগাে প্রহরী৷।
Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet
Dnaarao Kotha Chalo (দাঁড়াও কোথা চলাে তােমরা কে বলাে বলাে) - Rabindra Sangeet