Doi Chaai Go Doi (দই চাই গাে দই চাই দই চাই গাে) - Rabindra Sangeet |
দই চাই গাে, দই চাই, দই চাই গাে?
শ্যামলী আমার গাই,
তুলনা তাহার নাই।
কঙ্কনানদীর ধারে
ভােরবেলা নিয়ে যাই তারে-
দূর্বাদলঘন মাঠে
নদীর ধারে ধারে ধারে, তারে
সারা বেলা চরাই, চরাই গাে।
দেহখানি তার চিক্কণ কালাে,
যত দেখি তত লাগে ভালাে।
কাছে বসে যাই ব'কে,
উত্তর দেয় সে চোখে,
পিঠে মাের রাখে মাথা-
গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥