Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet |
দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
দুজনে যাহারা চলেছে তাদের তুমি রাখাে, প্রভু, সাথে রাখাে ।।
যেথা দুজনের মিলিছে দৃষ্টি সেথা হােক তব সুধার বৃষ্টি-
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো ।।
দুজনে মিলিয়া গৃহের প্রদীপে জ্বালাইছে যে আলােক
তাহাতে, হে দেব, হে বিশ্বদেব, তােমারি আরতি হােক।।
মধুর মিলনে মিলি দুটি হিয়া প্রেমের বৃত্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো ৷।
Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet
Dujone Jethay Milichho (দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো প্রভু তুমি থাকো) - Rabindra Sangeet