Dure Dnaaraye Aachhe (দূরে দাঁড়ায়ে আছে কেন আসে না কাছে) - Rabindra Sangeet |
দূরে দাঁড়ায়ে আছে,কেন আসে না কাছে।
ওলাে যা, তােরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ॥
ছি, ওলাে ছি, হল কী, ওলাে সখী ।
লাজবাঁধ কে ভাঙিল,এত দিনে শরম টুটিল !
কেমনে যাব, কী শুধাব।
লাজে মরি, কী মনে করে পাছে।
ওলাে যা, তােরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ।।
Dure Dnaaraye Aachhe (দূরে দাঁড়ায়ে আছে কেন আসে না কাছে) - Rabindra Sangeet
Dure Dnaaraye Aachhe (দূরে দাঁড়ায়ে আছে কেন আসে না কাছে) - Rabindra Sangeet