E Ki Khela Hey (এ কী খেলা হে সুন্দরী) - Rabindra Sangeet |
এ কী খেলা হে সুন্দরী,
কিসের এ কৌতুক।
দাও অপমান-দুখ,
কেন দাও অপমান-দুখ -
মােরে নিয়ে কেন, কেন এ কৌতুক
নহে নহে, এ নহে কৌতুক।
মাের অঙ্গের স্বর্ণ-অলংকার
সঁপি দিয়া শৃঙ্খল তােমার
নিতে পারি নিজ দেহে।
তব অপমানে মাের