E Paare Mukhoro Holo (এ পারে মুখর হল কেকা ওই ও পারে নীরব কেন কুহু হায়) - Rabindra Sangeet |
এ পারে মুখর হল কেকা ওই,ও পারে নীরব কেন কুহু হায় ।
এক কহে, 'আর-একটি একা কই, শুভযােগে কবে হব দুঁহু হায় I।
অধীর সমীর পুরবৈয়াঁ নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায় ।।
আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে
'আমি কেন তিথিডােরে বাঁধা রে, ফাগুনেরে মাের পাশে কে আন।'
ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায় ।।
E Paare Mukhoro Holo (এ পারে মুখর হল কেকা ওই ও পারে নীরব কেন কুহু হায়) - Rabindra Sangeet
E Paare Mukhoro Holo (এ পারে মুখর হল কেকা ওই ও পারে নীরব কেন কুহু হায়) - Rabindra Sangeet