Ebaar Sokhi Sonar Mrigo (এবার সখী সােনার মৃগ দেয় বুঝি দেয় ধরা) - Rabindra Sangeet |
এবার, সখী, সােনার মৃগ দেয় বুঝি দেয় ধরা।
আয় গাে তােরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা ।।
ছুটেছিল পিয়াস ভরে মরীচিকাবারির তরে,
ধ'রে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা।।
দয়ামায়া করিস নে গাে, ওদের নয় সে ধারা।
দয়ার দোহাই মানবে না গাে একটা পেলেই ছাড়া।
বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে,
ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধিবিচার-হরা ।।
Ebaar Sokhi Sonar Mrigo (এবার সখী সােনার মৃগ দেয় বুঝি দেয় ধরা) - Rabindra Sangeet
Ebaar Sokhi Sonar Mrigo (এবার সখী সােনার মৃগ দেয় বুঝি দেয় ধরা) - Rabindra Sangeet