Ei Bela Sobe Mile (এই বেলা সবে মিলে চল হাে চল হাে) - Rabindra Sangeet |
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়,
এমন রজনী বহে যায় যে !
ধনুর্বাণ বল্লম লয়ে হাতে, আয় আয় আয় আয়।
বাজা শিঙ্গা ঘন ঘন, শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে-
চারি দিকে ঘিরে যাব পিছে পিছে