Emon Dine Taare Bola (এমন দিনে তারে বলা যায়) - Rabindra Sangeet

Emon Dine Taare Bola (এমন দিনে তারে বলা যায়) - Rabindra Sangeet
Emon Dine Taare Bola (এমন দিনে তারে বলা যায়) - Rabindra Sangeet

এমন ঘনঘাের বরিষায়।
এমন দিনে মন খােলা যায়-
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায় ।।
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখােমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার-
জগতে কেহ যেন নাহি আর ।।
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব-
আঁধারে মিশে গেছে আর সব ॥
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনাভার।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দুকথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার ।।
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়-

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts