Era Sukher Laagi Chaahe (এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না) - Rabindra Sangeet |
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান।
তাই এত হায়-হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায় ॥
সখী, চলাে, গেল নিশি, স্বপন ফুরালাে,
মিছে আর কেন বলাে।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী চলাে।
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ ব'সে ফেলে অশ্রুজল ।।
Era Sukher Laagi Chaahe (এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না) - Rabindra Sangeet
Era Sukher Laagi Chaahe (এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না) - Rabindra Sangeet