![]() |
Gandhorekhar Panthe Tomar (গন্ধরেখার পন্থে তােমার শূন্যে গতি) - Rabindra Sangeet |
গন্ধরেখার পন্থে তােমার শূন্যে গতি,
লেখন রে মাের, ছন্দ-ডানার প্রজাপতি-
স্বপ্নবনের ছায়ায় আলােয় বেড়াস দুলি
পরান-কণা বিন্দুসুরার নেশার ঘােরে ||
চৈত্র হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা
পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা-
অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি
কৌতুকে ভাের পাঠায় কে তাের পাখায় ভ'রে ॥
তাের মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল হেলা।
তার সে চিকন রঙের লিখন ক্ষণেকতরেই খেয়াল খেলা।
সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে,
গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে,
পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি—
রয় না বাঁধা আপন ছবির রাখীর ডােরে ।।