Ghaate Bose Aachhi (ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়) - Rabindra Sangeet

Ghaate Bose Aachhi (ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়) - Rabindra Sangeet
Ghaate Bose Aachhi (ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়) - Rabindra Sangeet

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়—
সে বাতাসে তরী ভাসাব না যাহা তােমা-পানে নাহি বয় ।।
দিন যায় ওগাে দিন যায়, দিনমণি যায় অস্তে-
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয় ॥
ঘরের ঠিকানা হল না গাে, মন করে তবু যাই-যাই—
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই ।
এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া—
শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই ।
তীর-সাথে হেরাে শত ডােরে বাঁধা আছে মাের তরীখান—
রশি খুলে দেবে কবে মােরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খােলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘাের রবে মহাসাগরের কলগান ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts