![]() |
Giyachhe Se Din Je (গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মােহনে আছিল মাতি) - Rabindra Sangeet |
গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মােহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন— 'প্রেম' 'প্রেম' শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায় বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না—
তেমন কিছুই আসিবে না ||
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মাের শ্যামল করিয়া এখনাে হৃদয়ে বিরাজে তাহা ।
সে প্রতিমা সেই পরিমলসম পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে আমার সে কিরণ কভু ভাসিবে না আর-
সে কিরণ কভু ভাসিবে না—
সে কিরণ কভু ভাসিবে না ||