![]() |
| Haay Ke Dibe Aar (হায় কে দিবে আর সান্ত্বনা) - Rabindra Sangeet |
হায় কে দিবে আর সান্ত্বনা ।
সকলে গিয়েছে হে, তুমি যেয়াে না-
চাহাে প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ।।
চারি দিকে চাই, হেরি না কাহারে।
কেন গেলে ফেলে একেলা আঁধারে-
হেরাে হে শূন্য ভুবন মম ।।
