![]() |
| Heri Ahoraho Tomari (হেরি অহরহ তােমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে) - Rabindra Sangeet |
হেরি অহরহ তােমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে।
কত রূপ ধ'রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে।
সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
পল্লবদলে শ্রাবণধারায় তােমারি বিরহ বাজে হে।
ঘরে ঘরে আজি কত বেদনায় তােমারি গভীর বিরহ ঘনায়,
কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুখে কাজে হে।
সকল জীবন উদাস করিয়া কত গানে সুরে গলিয়া ঝরিয়া
তােমারি বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে ।
