Hey Aakashobihari (হে আকাশবিহারী-নীরদবাহন জল) - Rabindra Sangeet

Hey Aakashobihari (হে  আকাশবিহারী-নীরদবাহন জল) - Rabindra Sangeet
Hey Aakashobihari (হে আকাশবিহারী-নীরদবাহন জল) - Rabindra Sangeet

হে  আকাশবিহারী-নীরদবাহন জল,
আছিল শৈলশিখরে-শিখরে তােমার লীলাস্থল ।।
তুমি বরনে বরনে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে
দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল ।।
শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে,
কবে বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল ।
আজ পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া
নীল গগনের হারানাে স্মরণ
গানেতে সমুচ্ছল ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts