Hey Bharot Aaji Tomari (হে ভারত আজি তােমারি সভায় শুন এ কবির গান) - Rabindra Sangeet

Hey Bharot Aaji Tomari (হে ভারত আজি তােমারি সভায় শুন এ কবির গান) - Rabindra Sangeet
Hey Bharot Aaji Tomari (হে ভারত আজি তােমারি সভায় শুন এ কবির গান) - Rabindra Sangeet

হে ভারত, আজি তােমারি সভায় শুন এ কবির গান ।
তােমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান।
এনেছি মােদের দেহের শকতি, এনেছি মােদের মনের ভকতি,
এনেছি মােদের ধর্মের মতি, এনেছি মােদের প্রাণ—
এনেছি মােদের শ্রেষ্ঠ অর্ঘ্য তােমারে করিতে দান ।।
কাঞ্চনথালি নাহি আমাদের, অন্ন নাহিকো জুটে।
যা আছে মােদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে।
সমারােহে আজ নাই প্রয়ােজন— দীনের এ পূজা, দীন আয়ােজন-
চিরদারিদ্র্য করিব মােচন চরণের ধুলা লুটে ।
সুরদুর্লভ তােমার প্রসাদ লইব পর্ণপুটে ।।
রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয়।
ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তােমারি উত্তরীয় ।।
দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গােপন
তােমার মন্ত্র অগ্নিবচন— তাই আমাদের দিয়াে ।
পরের সজ্জা ফেলিয়া পরিব তােমারি উত্তরীয়।
দাও আমাদের অভয়মন্ত্র, অশােকমন্ত্র তব।
দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গাে জীবন নব ।
যে জীবন ছিল তব তপােবনে, যে জীবন ছিল তব রাজাসনে,
মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব ।
মৃত্যুতরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts