![]() |
| Hey Mahajiban Hey Mahamaron (হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ লইনু শরণ) - Rabindra Sangeet |
হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ ।।
আঁধার প্রদীপে জ্বালাও শিখা,
পরাও পরাও জ্যোতির টিকা— করাে হে আমার লজ্জাহরণ ।।
পরশরতন তােমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালাে,
যা-কিছু বিরূপ হােক তা ভালাে ঘুচাও ঘুচাও সব আবরণ ॥
