![]() |
Himgiri Phele Niche (হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নীচে) - Rabindra Sangeet |
হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।
কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন ॥
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ ।
বিচ্ছেদভারে বনচ্ছায়ারে করে বিষণ্ন - হও প্রসন্ন ॥
সাজাবে কি ডালা, গাঁথিবে কি মালা মরণসত্রে !
তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানাে পত্রে ?
ধরণী যে তব তাণ্ডবে সাথি প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে করাে গাে ধন্য- হও প্রসন্ন ।।