![]() |
Ho Elo Elo Elo Re (হাে এল এল এল রে দস্যুর দল) - Rabindra Sangeet |
হাে, এল এল এল রে দস্যুর দল,
গর্জিয়া নামে যেন বন্যার জল।
চল্ তােরা পঞ্চগ্রামী,
চল্ তােরা কলিঙ্গধামী,
মল্লপল্লী হতে চল,
'জয় চিত্রাঙ্গদা' বল্,
বল্ বল্ ভাই রে—
ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে।