![]() |
| Ihaader Koro Aashirbad (ইহাদের করাে আশীর্বাদ) - Rabindra Sangeet |
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ।
এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
ইহাদের কাছে ডেকে বুকে রেখে, কোলে রেখে,
তােমরা করাে গাে আশীর্বাদ।
বলাে, 'সুখে যাও চলে ভবের তরঙ্গ দ'লে
স্বর্গ হতে আসুক বাতাস-
সুখ দুঃখ কোরাে হেলা, সে কেবল ঢেউখেলা
নাচিবে তােদের চারিপাশ।'
