Jaaboi Aami Jaaboi Ogo (যাবই আমি যাবই ওগাে) - Rabindra Sangeet

Jaaboi Aami Jaaboi Ogo (যাবই আমি যাবই ওগাে) - Rabindra Sangeet
Jaaboi Aami Jaaboi Ogo (যাবই আমি যাবই ওগাে) - Rabindra Sangeet

বাণিজ্যেতে যাবই।
লক্ষ্মীরে হারাবই যদি,
অলক্ষ্মীরে পাবই।
সাজিয়ে নিয়ে জাহাজখানি
বসিয়ে হাজার দাঁড়ি
কোন্ পুরীতে যাব দিয়ে
কোন্ সাগরে পাড়ি।
কোন্ তারকা লক্ষ্য করি
কূল-কিনারা পরিহরি
কোন্ দিকে যে বাইব তরী
বিরাট কালাে নীরে-
মরব না আর ব্যর্থ আশায়
সােনার বালুর তীরে ৷।
নীলের কোলে শ্যামল সে দ্বীপ
প্রবাল দিয়ে ঘেরা।
শৈলচূড়ায় নীড় বেঁধেছে
সাগরবিহঙ্গেরা।
নারিকেলের শাখে শাখে
ঝােড়াে হাওয়া কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে
বইছে নগনদী।
সাত রাজার ধন মানিক পাব
সেথায় নামি যদি৷।
হেরাে সাগর উঠে তরঙ্গিয়া,
বাতাস বহে বেগে।
সূর্য যেথায় অস্তে নামে
ঝিলিক মারে মেঘে।
দক্ষিণে চাই, উত্তরে চাই-
ফেনায় ফেনা, আর কিছু নাই-
যদি কোথাও কুল নাহি পাই
তল পাব তাে তবু-
ভিটার কোণে হতাশমনে
রইব না আর কভু ।।
অকূল-মাঝে ভাসিয়ে তরী
যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে
আমার শূন্য নায়।
নব নব পবন-ভরে
যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ ক'রে
অপূর্ব ধন যত।
ভিখারি মন ফিরবে যখন
ফিরবে রাজার মতাে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts