![]() |
Jaatrabelay Rudro Rabe (যাত্রাবেলায় রুদ্র রবে বন্ধনডাের ছিন্ন হবে) - Rabindra Sangeet |
যাত্রাবেলায় রুদ্র রবে বন্ধনডাের ছিন্ন হবে।
ছিন্ন হবে, ছিন্ন হবে ৷।
মুক্ত আমি, রুদ্ধ দ্বারে বন্দী করে ক আমারে!
যাই চলে যাই অন্ধকারে ঘন্টা বাজায় সন্ধ্যা যবে৷।