Jete Jodi Hoy Habe (যেতে যদি হয় হবে) - Rabindra Sangeet |
যাব, যাব, যাব তবে ॥
লেগেছিল কত ভালাে এই-যে অাঁধার আলাে-
খেলা করে সাদা কালাে উদার নভে।
গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে,
সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥
প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ,
কখনাে বা উদাসীন ভুলেছি সবে।
কভু ক'রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা কাটানু ভবে॥
জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি,
যদি কিছু রহে বাকি কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে, বােঝা-খসে-যাওয়া বুকে
যাব চলে হাসিমুখে- যাব নীরবে ॥