Jethay Thaake Sabar Adham (যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন) - Rabindra Sangeet

Jethay Thaake Sabar Adham (যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন) - Rabindra Sangeet
Jethay Thaake Sabar Adham (যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন) - Rabindra Sangeet

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে যে চরণ তােমার রাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷।
যখন তােমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি।
তােমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷।
অহংকার তাে পায় না নাগাল যেথায় তুমি ফের
রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে।
ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তােমার সঙ্গ আশা করি,
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে৷।

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts