![]() |
Moner Moddhe Nirabadhi (মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা) - Rabindra Sangeet |
মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা ॥
কেমন ক'রে নামবে বােঝা, তামার আপদ নয় যে সাজা-
অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা ॥
রাতের আঁধার ঘোেচে বটে বাতির আলাে যেই জ্বালাে,
মূর্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালাে।
ঝড়-তুফানে ঢেউয়ের মারে তবু তরী বাঁচতে পারে,
সবার বড়াে মার যে তােমার ছিদ্রটার ওই মারখানা॥
পর তা আছে লাখে লাখে, কে তাড়াবে নিঃশেষে।
ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বে সে।
কারাগারের দ্বারী গেলে তখনি কি মুক্তি মেলে।
আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা ॥
শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ ক'রে রােস্ কার 'পরে।
দিতে জানিস তবেই পাবি, পাবি নে তা ধার ক'রে।
লােভে ক্ষোভে উঠিস মাতি, ফল পেতে চাস রাতারাতি-
আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা ॥