![]() |
O Dekhbi Re Bhaai (ও দেখবি রে ভাই, আয় রে ছুটে) - Rabindra Sangeet |
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে,
মােদের বকুল গাছে
রাশি রাশি হাসির মত
ফুল কত ফুটেছে।
কত গাছের তলায় ছড়াছড়ি
গড়াগড়ি যায়-
ও ভাই, সাবধানেতে আয় রে হেথা,
দিস নে দ'লে পায় !