Ogo Bhaagyodebi Pitamohi (ওগাে ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ) - Rabindra Sangeet |
ওগাে ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ-
এখন তবে আজ্ঞা করাে, বিদায় হবে দাস।
জীবনের এই বাসররাতি পােহায় বুকি, নেবে বাতি-
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠল তােমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস ৷।