Ogo Dekhi Ankhi Tule Chaao (ওগাে, দেখি, আঁখি তুলে চাও) - Rabindra Sangeet

Ogo Dekhi Ankhi Tule Chaao (ওগাে, দেখি, আঁখি তুলে চাও)  - Rabindra Sangeet
Ogo Dekhi Ankhi Tule Chaao (ওগাে, দেখি, আঁখি তুলে চাও) - Rabindra Sangeet

তােমার চোখে কেন ঘুমঘোর।
আমি কী যেন করেছি পান,
কোন্ মদিরা রস-ভাের।
আমার চোখে তাই ঘুমঘাের।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ জ্ঞানী অতি, কেহ ভােলামন,
কেহ সচেতন, কেহ অচেতন,
কাহারাে নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর-
আমার চোখে শুধু ঘুমঘাের।
সখা, কেন গাে অচলপ্রায়
হেথা, দাঁড়ায়ে তরুছায়।
সখী, অবশ হৃদয়ভারে, চরণ চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারাে
চরণে পড়েছে ডোর।
কাহারো নয়নে লেগেছে ঘোর।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts