Ogo Kishore Aji Tomar (ওগাে কিশাের, আজি তােমার দ্বারে পরান মম জাগে) - Rabindra Sangeet

Ogo Kishore Aji Tomar (ওগাে কিশাের, আজি তােমার দ্বারে পরান মম জাগে) - Rabindra Sangeet
Ogo Kishore Aji Tomar (ওগাে কিশাের, আজি তােমার দ্বারে পরান মম জাগে) - Rabindra Sangeet

ওগাে কিশাের, আজি তােমার দ্বারে পরান মম জাগে ।
নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে ।।
ভাবনাগুলি বাঁধনখােলা রচিয়া দিবে তােমার দোলা,
দাঁড়িয়াে আসি হে ভাবে-ভােলা, আমার আঁখি-আগে ।।
দোলের নাচে বুঝি গা আছ অমরাবতীপুরে-
বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে।
শরম ভয় সকলি ত্যেজে মাধবী তাই আসিল সেজে-
শুধায় শুধু, 'বাজায় কে যে মধুর মধুসুরে !
গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি।
একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি।
আঁচল কাঁপে ধরার বুকে, কী জানি তাহা সুখে না দুখে-
ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি।
লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে-
সােহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে।
মধুর মােরে বিধুর করে সুদূর কার বেণুর স্বরে,
নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে।
আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে,
আনাে গাে আনাে সাজায়ে থালি কোমল কিশলয়ে।
এসাে গাে পীত বসনে সাজি, কোলতে বীণা উঠুক বাজি,
ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে।
এসাে গাে এসাে দোলবিলাসী বাণীতে মোর দোলাে,
ছন্দে মাের চকিতে আসি মাতিয়ে তারে তোলো।
অনেক দিন বুকের কাছে রসের স্রাত থমকি আছে,
নাচিবে আজি তােমার নাচে সময় তারি হল৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts