Oi Re Tori Dilo Khule (ওই রে তরী দিল খুলে) - Rabindra Sangeet |
তাের বাঝা কে নেবে তুলে ?।
সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে-
পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে-
তাই যে তােরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক, বোঝা তােমার যাক ভেসে যাক-
জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে॥