Oi Shuni Jeno (ওই শুনি যেন চরণধ্বনি রে) - Rabindra Sangeet |
ওই শুনি যেন চরণধ্বনি রে,
শুনি আপন-মনে।
বুঝি আমার মনােহরণ আসে গাপনে ।।
পাবার আগে কিসের আভাস পাই,
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গাে,
মালার গন্ধ এল যারে জানি স্বপনে ।।
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে-
তার চলার পথের কাছে ওই-যে।
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে ৷।