Aamar Moner Maajhe Je Gaan (আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে) - Rabindra Sangeet |
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে
আমার চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গা॥
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গাে ॥
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে ।
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলাের সাথে,
আমার মনের আপন কথা বলে যে তাও গাে ॥
Aamar Moner Maajhe Je Gaan (আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে) - Rabindra Sangeet