Aamar Mukher Katha Tomar (আমার মুখের কথা তােমার নাম দিয়ে দাও ধুয়ে) - Rabindra Sangeet |
আমার মুখের কথা তােমার নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তােমার নামটি রাখাে থুয়ে।
রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার
বাজাক আনন্দে তােমার নামেরই ঝঙ্কার।
ঘুমের 'পরে জেগে থাকুক নামের তারা তব,
জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব।
সব আকাঙ্ক্ষা আশায় তােমার নামটি জ্বলুক শিখা,
সকল ভালােবাসায় তােমার নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে তােমার নামটি উঠুক ফ'লে,
রাখব কেঁদে হেসে তােমার নামটি বুকে কোলে।
জীবনপদ্মে সঙ্গোপনে রবে নামের মধু,
তােমায় দিব মরণ-ক্ষণে তােমারি নাম বঁধু ॥
Aamar Mukher Katha Tomar (আমার মুখের কথা তােমার নাম দিয়ে দাও ধুয়ে) - Rabindra Sangeet