Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet |
আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে
আমার স্বপনলােকে দিশাহারা ॥
ওগাে অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন-
আমি চাই নে তপন, চাই নে তারা॥
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গাে, নিয়াে গাে,
আমার ঘুম নিয়াে গাে হরণ করে।
একলা ঘরে চুপে চুপে এসাে কেবল সুরের রূপে-
দিয়াে গাে, দিয়াে গাে,
আমার চোখের জলের দিয়াে সাড়া ॥
Aamar Nishithoraater Baadolodhaara (আমার নিশীথরাতের বাদলধারা, এসাে হে গােপনে) - Rabindra Sangeet