Shiter Hawar Laglo Nachon (শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে ) - Rabindra Sangeet |
শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে ।
পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে ।।
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে।।
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খােওয়াবার সময় আমার হবে কখন কোন্ সকালে ।।