![]() |
Aakul Keshe Aase Chaay (আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে) - Rabindra Sangeet |
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে,
কে গাে চিরবিরহিণী-
নিশিভােরে আঁখি জড়িত ঘুমঘােরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে ॥
শিহরি চমকি জাগি তার লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে ॥