Shiter Bone Kon Se (শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব'লে) - Rabindra Sangeet |
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব'লে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে ।।
আমলকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে ।।
সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা
তাই তাে আপন রঙ ঘুচালাে ঝুমকোলতা।
উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন,
সাজ-খসাবার হায় এই লীলা কার অট্টরোলে ।।