Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet |
আমার সুরে লাগে তােমার হাসি,
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥
দিবানিশি আমিও যে ফিরি তােমার সুরের খোঁজে,
হঠাৎ এ মন ভােলায় কখন তােমার বাঁশি ॥
আমার সকল কাজই রইল বাকি,সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার গানে তােমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে,
তােমার গানে ধরা দিতে ভালােবাসি ॥
Aamar Sure Laage Tomar Haasi (আমার সুরে লাগে তােমার হাসি) - Rabindra Sangeet