Aandhar Sakoli Dekhi (আঁধার সকলই দেখি তােমারে দেখি না যবে) - Rabindra Sangeet |
আঁধার সকলই দেখি তােমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তােমারে দেখি না যবে, তােমারে দেখি না যবে॥
এসাে এসাে, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে।
এসাে মাের কাছে ধীরে এই হৃদয়নিলয়ে।
ছাড়িব না তােমায় কভু জনমে জনমে আর,
তােমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার ॥